• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আরিফ হোসেন হাওলাদারের শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার মাদকবিরোধী অভিযানে জীবননগরে ডিবির হাতে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

আবারো জুবায়েরপন্থীদের খোলা চিঠি দিয়ে জোড় করার ঘোষনা দিল সাদপন্থীরা

grambarta / ১৪০ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ নভেম্বর থেকে টঙ্গীর ময়দানে ৫দিনের জোড় করার বিষয়ে এখনো অনড় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। তারা সকল বাধাকে অতিক্রম করে আবারো যথাসময় জোড় করার ঘোষনা দিয়েছেন। আজ তাবলীগের মাওলানা জুবায়েরপন্থীদের আবারো খোলা চিঠি দিয়ে তারা এই ঘোষনা দেন তাবলীগ জামাত সাদপন্থীদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম । চিঠিতে উল্লেখ করা হয়, প্রিয় মাওলানা যোবায়ের সাহেব ও সাথীবৃন্দ! আপনি আমাদের আগের খোলা চিঠিতে দেয়া ঐক্য বা সমঝোতামূলক সহাবস্থানের আহ্বানকে কোনোরূপ সম্মান প্রদর্শণ তো করেনইনি, উত্তরও দেননি! দেশ ও জাতির স্বার্থে আপনাকে আবারও খোলা চিঠি দিচ্ছি। আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে টঙ্গীর ময়দানে আমাদের পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জোড়কে কেন্দ্র করে আপনি যে সহিংসতামূলক বক্তব্য দিচ্ছেন এবং আপনার লোকদের ময়দানে জমা করে আমাদের জোড়কে ব্যাহত ও প্রতিহত করার অন্যায় পরিকল্পনা করছেন- তা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ হিসেবে দেশ ও জাতির কাছে প্রমাণিত হচ্ছে! আপনারা ময়দানে জোড় করেছেন- আমরা খোলা চিঠিতে আপনাদের জন্য দু’আ করেছি, আপনাদের সাফল্য কামনা করেছি। পাশাপাশি এও আহ্বান জানিয়েছি যে, আমাদের জোড়ের সময়ে আপনারা ময়দান খালি করে দেবেন। কিন্তু জানি না, কোন অজানা কারণে আপনি বারবার সহিংসতার পথে হাঁটছেন! দেশের এই ক্রান্তিলগ্নে আপনার তো এতোটুকু বোঝা উচিৎ যে, আমাদের পারস্পরিক যেকোনো সাংঘর্ষিক অবস্থাকে কেন্দ্র করে ‘তৃতীয় পক্ষ’ সুযোগ নিয়ে আবারও দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে! চিঠিতে আরে বলা হয়, মাওলানা যোবায়ের সাহেব! বিনয়ের সাথে আপনাকে বলছি- উলামায়েকেরাম এবং মাদ্রাসার তুলাবাদের দিয়ে আমাদেরকে প্রতিহত করার যে দূর্বল পথে আপনি হেঁটেছেন- তা আপনাকে প্রতিষ্ঠিত তো করেইনি বরং দু’দিন আগে আপনি নিজেই স্বীকার করেছেন যে, আপনারা ‘অস্তিত্ব সংকটে ভুগছেন’। অন্যদিকে আল্লাহপাকের শোকর আদায় করি- আমরা নিজামুদ্দীনের অনুসারীরা এতো বাধা, এতো বিরোধিতার পরেও কখনো অস্তিত্ব সংকটে পড়িনি বা পড়ার বা ভোগার চিন্তাও করিনি। আমাদের শক্তি- আল্লাহপাকের প্রতি আমাদের অগাধ আস্থা, আমাদের ঐক্য এবং মার্কাজ নিজামুদ্দীনের প্রতি আমাদের ইতায়াত। দাওয়াতী মেহনতের বিশ্ব মার্কাজ নিজামুদ্দীন এবং বিশ্ব তাবলীগের আমির হজরত মাওলানা সা’দ সাহেব (দা. বা.) থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ আপনারা অস্তিত্ব সংকটে পড়েছেন বলে আমরা মনে করি আপনাকে আহ্বান করছি: দয়া করে উলামা ও কোমলমতী তুলাবাদের অন্যায়ভাবে ব্যবহার করার এহেন পদক্ষেপ দ্বিতীয়বার নেবেন না বা নেবার চেষ্টাও করবেন না! আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি: আগামী ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে যে জোড় শুরু হতে যাচ্ছে- সেখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শদাতাদেরকে বহন করতে হবে! এবিষয় সাদপন্থী আলেম, জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহর সাথপ আলাপ হলে, তিনি জানান,আমরা আশা করছি মাওলানা জুবায়ের সাহেব তাবলীগের ইস্যুতে রাজনৈতিক আলেম ও মাদরাসার সাধারন ছাত্রদের ব্যাবহার করে জাতির সামনে নিজেকে আর ছোট ও লজ্জিত করবেন না। এই উগ্র ফ্যাসিবাদী আচরণ ইসলাম, মানবাধিকার ও বাংলাদেশের সংবিধান সমর্থন করে না। তারা দারুল উলুম দেওবন্দ ও বিশ্বের শীর্ষ উলামায়ে কেরামের মতামতকে উপেক্ষা করে, সকল রাষ্ট্রিয় সমঝোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, সকল মনাবিকতাকে অবজ্ঞা করে ইসলামের শ্বাসত সকল সৌন্দর্য ও ভালেবাসাকে ধুলায় মুশিয়ে দিচ্ছেন তারা। আমরা দেশ জাতী ও ইসলামের স্বার্থে তাদেরকে এই উগ্র ফ্যাসিবাদী পথ থেকে ফিরে আসার জন্য তাদের প্রতি সবিনয় আহবান করছি। আমরা কোন অস্থিতিশীল ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চাই না। এবিষয়ে তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মো: সায়েম এই প্রতিবেদককে বলপন, ‘আগামী ২০-২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে আমাদের পুরানা সাথীদের জোড় টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে ইনশা-আল্লাহ। এতে কয়েক লক্ষ সাথী উপস্থিত হবেন। আমরা তাদপরকপ শেষবারের মতো বিনীত আহ্বান করছি, আমাদের জোড়ের নির্ধারিত তারিখের আগেই দয়া করে আপনারা টঙ্গী ময়দান খালি করে দেবেন। তারা ময়দানে জোড় করেছেন আমরা কোন প্রতিবাদ করিনি, তারা কেন মাদরাসার ছাত্র ও হেফাজত নিয়ে আমাদের জোড়ে বাঁধা দিচ্ছেন। আমরা আশা করি প্রসাশন ও সেনাবাহিনী তাদের ময়দান থেকে সরিয়ে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর