নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী চেরাগআলী উচমান গনি রোডের একটি বাসায় সোহেল (৩০) নামে এক যুবক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। টঙ্গী কলেজগেট এশিয়া জেনারেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহের সুরতহাল করে আত্মহত্যার কোন নমুনা পাইনি পুলিশ। তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃত সোহেল চেরাগআলী উচমানগনি রোডের রফিক মিয়ার বাসার ৭ম তালার ভাড়াটিয়া মাফুজ মিয়ার ছোট ছেলে। পরিবারের দাবি সোমবার (১১ আগস্ট ) নিজ ঘরে ফ্যানের সাথে লাইলন রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এসময় নিহতের মা সহ কয়েকজন রশি কেটে নিচে নামায় ও স্থানীয় একটি হাসাপাতালে নিয়ে যায়। এশিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ব্যক্তির ইসিজি করে জানতে পারেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে টঙ্গি পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ সুরতহাল করেন । পুলিশ ও ডাক্তারের ভাষ্যমতে ঘটনাটি আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যার ইঙ্গিত দিচ্ছে। জানা যায়, মৃত্যু সোহেল বিয়ে করার পর থেকে স্ত্রীকে রেখে মা বাবার সাথে বসবাস করে আসছিলো। সোহেল মারা যাবার আগে স্ত্রীর সাথে স্বাভাবিক ভাবে কথা বলেছে বলে স্ত্রী দাবি করেন তিনি আরো বলেন সোহেলের আত্মহত্যা করার কথা নাই। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী সোহেল এমনভাবে আত্মহত্যা করবে সেটি মানতে পারছেন না তার স্ত্রী । মাঝে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলে পরিক্ষা করানোর জন্য প্যাথলজিতে নিয়ে যাওয়া হলেও বাড়ি থেকে চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি। মৃত্যু সোহেলের মরদেহ সুরতহাল করেন টঙ্গী পূর্ব থানার এসআই মনির হোসেন তিনি জানান খবর পেয়ে আমারা ঘটনাস্থলে যায়,সেখানে কাউকে না পেয়ে এশিয়া জেনারেল হাসপাতালে যেয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে সুরতহাল করে দেখতে পেয়েছি তার শরিরের কোন ক্ষত চিহ্ন নেই। এবিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।