নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গীস্থ আউচপাড়া প্রভাষক বসির উদ্দিনের নিজ বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা,গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সেলিম কাজল, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন, ৫২ বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ৫৩ ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক হোসেন, ৫৪ ওয়াড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী,৫৫ ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় বেপারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি) সভাপতির বক্তব্যে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন বলেন,আগামী (১ সেপ্টেম্বর) দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে জাঁকজমক ভাবে উদযাপন হয় সেজন্য ব্যাপক লোকসমাগম উপস্থিত থাকতে হবে। এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার আহ্বান জানান ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫