নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর শিলমুন নদীবন্দর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ডেনিম শেয়ার, এস এম ফ্যাশন, শিমু ওয়াশিং প্লান্ট ও ঢাকা ওয়াশিং (ইউনিট-২) এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন নাহার পপি ও পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক আরেফিন বাদল নেতৃত্ব দেন। এ সময় ডেসকো, তিতাস গ্যাস ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালনা ও ইটিপি ছাড়াই অপরিশোধিত তরলবর্জ্য পরিবেশে নিঃসরণের দায়ে তাদের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।