• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

টঙ্গীতে হোটেল ম্যানাজারকে চুরির অভিযোগ তুলে ৩ দিন আটকে রেখে নির্যাতন : সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে লাঞ্ছিত

grambarta / ৯০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে অপহরণের তথ্য সংগ্রহকালে স্থানীয় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের নেতা রেদোয়ান আহমাদ আদন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর কলেজ গেট এলাকায় সুন্দর বন কোরিয়ার সার্ভিস ভবনের দ্বিতীয় তলায়। জানা গেছে, টঙ্গীর বানজা রেস্টুরেন্ট এর মালিক ইউসুফ আলী তার রেষ্টুরেন্ট এর ম্যানেজার শাওন মন্ডল(৩০)কে টাকা চুরির অভিযোগে তার নিজ বাড়ির পঞ্চম তলায় ৩ দিন আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন। ভুক্তভোগী হোটেল ম্যানেজার শাওন মন্ডল নিজেকে রক্ষার জন্য ৯৯৯ লাইনে ফোন করেন ফোন পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে জানতে পারে বিষয়টি পশ্চিম থানার অন্তর্ভুক্ত। পরবর্তীতে বিষয়টি পশ্চিম থানায় জানানো হলে পশ্চিম থানার এসআই সাহিদুর রহমান সাহিদ ঘটনাস্থলে যায় এবং ভিকটিম শাওন মন্ডলকে হোটেল মালিক ইউসুফের বাসার দ্বিতীয় তলায় আলোচনা করাকালীন সময়ে সাংবাদিকরা উপস্থিত হয়। সাংবাদিক উপস্থিতি হলে হোটেল মালিক ইউসুফ সহ উপস্থিত লোকজন বিরক্তবোধ করে। ঘটনার বিষয়ে ভিকটিম হোটেল ম্যানেজার শাওন মন্ডলের কাছ থেকে সাংবাদিকরা ঘটনার বিবরণ জানে। এসময় হোটল মালিকের ছেলে স্থানীয় এক সাংবাদিকের ফোন ধরিয়ে দেয় সাংবাদিক মাহবুব জিলানীকে এসময় সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী ঘটনাস্থলে গিয়ে অপহরণের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শুরু করেন এমন বর্ণনা দেওয়া মাত্র অভিযুক্তরা সাংবাদিক জিলানীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। রেদোয়ান আহমাদ আদন ও তার সহযোগীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মারধরের চেষ্টা করেন এবং তার মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে রেকর্ডকৃত ভিডিও ও তথ্য মুছে ফেলেন। পরে তাকে অবরুদ্ধ করে রাখলেও গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের ফোন কল পাওয়ার পর মুক্তি দেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী থানায় দায়ের করা জিডিতে তিনজনের নাম উল্লেখ করেন। তারা হলেন রেদোয়ান আহমাদ আদন (২৫), পিতা-তানভীন হাসান আরমান, আজাহার (৫০),পিতা-অজ্ঞাত, ইউসুফ শরীফ (৪০) এছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।অভিযুক্ত রেদোয়ান আহমদ আদন অভিযোগ অস্বীকার করে জানান, এমন কোন ঘটনা ঘটেনি।গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন,বিষয়টি আমি অবগত হয়েছি। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম বলেন,অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর