নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকায় বিএনপি নেতা গাজী মো. মহসিনের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহসিন কিশোর গ্যাং ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কলকারখানায় জোরপূর্বক ঝুট সরবরাহ করতে বাধ্য করেন। নির্দেশ না মানলে কারখানায় পেট্রোল বোমা হামলা, শ্রমিকদের মারধর কিংবা জোরপূর্বক ফ্যাক্টরি খালি করার হুমকি দেন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কারখানা মালিক ও শ্রমিকরা। এছাড়া টঙ্গী বিসিক এলাকার রিকশা স্ট্যান্ড ও ঝিনু মার্কেটের ভ্যান থেকে দৈনিক ২০০ টাকা হারে চাঁদা আদায় করছে মহসিনের নেতৃত্বাধীন চক্র। নিয়মিত চাঁদা না দিলে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কন্ট্রাক্টর, ইট-বালুর ব্যবসায়ীসহ ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীকে মাসিক চাঁদা দিতে বাধ্য করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মহসিন তাকে ‘ডেভিল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেন এবং মিথ্যা হত্যা মামলায় জড়ানোর ভয় দেখান। ফলে বাধ্য হয়ে তিনি পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন। এদিকে মহসিনের কর্মকাণ্ডে বিএনপির ভেতরেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিদ্ধান্ত অমান্য ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মহসিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫