নিউজ ডেক্স : আমি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, গত ১৩ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখে Times24.net অনলাইন পোর্টাল ও ১৪ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখে দৈনিক আজকের প্রভাত পত্রিকায় আমার বিরুদ্ধে (তিন মামলায় ফেরারী, গ্রেফতারে ব্যর্থ পুলিশ) শিরনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সংবাদটি সম্পূর্ণভাবে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের সংবাদ শুধুমাত্র ব্যক্তি/প্রতিষ্ঠানের মানহানি ঘটায় না, বরং সমাজে ভুল বার্তা ছড়িয়ে দেয় এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। আমি এক জন ব্যবসায়ী বর্তমানে আমার নামে কোনো মামলার ওয়ারেন্ট নেই। সমাজে আমার সুনাম নষ্ট ও হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেনীর মানুষ সাংবাদিকদের কাছে ভূল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। যা সম্পন্ন মিত্যা ও ভিত্তিহীন, আমি এই মিত্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে প্রতিবাদ লিপিতে তিনি আরো জানান মামলার বাদি মামুনের বিষয়ে যে কথা বলে সংবাদ প্রকাশ করা হয়েছে প্রকৃত বিষয়টি আড়াল করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নাম দেওয়া হয়েছে যে সময় ঘটনা ঘটে এবং মামুন থানায় অভিযোগ করেন সে সময় আমি আমার চোখ অপারেশনের জন্য থাইল্যান্ড একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না এবং জানার কথাও নাই, কারণ আমি তখন ছিলাম দেশের বাহিরে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা বজায় রাখা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। অথচ উক্ত সংবাদে কোনো যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এই মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশের দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এমন দায়িত্বহীন আচরণ থেকে বিরত থাকার জন্য আপনাদের সতর্ক করছি।
মোঃ মনোয়ার হোসেন খোকন
৫২ নং ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫