নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল যুগে টিকে থাকতে হলে মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এমন উপলব্ধি নিয়েই রাজধানীর উত্তরাতে সম্পন্ন হলো ডিজিটাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কর্মশালা। মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে উত্তরা নুর ক্যাফে রেস্টুরেন্টে দিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া গণমাধ্যমকর্মী, শিক্ষক ও তরুণরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডিজিটাল সংবাদ পরিবেশন, অনলাইন কনটেন্ট ম্যানেজমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এবং আধুনিক টুলস নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এ যুগে গণমাধ্যমকর্মীদের নতুন দক্ষতা অর্জন করা সময়ের দাবি। অনুষ্ঠানে উপস্থিত একজন প্রশিক্ষণার্থী বলেন, এই প্রশিক্ষণ থেকে আমরা বাস্তবভিত্তিক শিক্ষা পেয়েছি। বিশেষ করে এআই ব্যবহার করে সংবাদ ও মিডিয়া কনটেন্ট তৈরি করার কৌশল আমাদের কাজে আসবে। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জানান, মনোরম পরিবেশে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, যাতে মিডিয়া খাতের সঙ্গে যুক্ত তরুণরা আরও দক্ষ হয়ে উঠতে পারে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সনদ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫