নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডকে ঘিরে গড়ে উঠেছে লাভজনক জৈব সার কারখানা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ কারখানাটি পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মানিক উদ্দিন পরিদর্শনকালে তাকে স্বাগত জানান কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, জৈব সার প্লান্টের ম্যানেজার জাকির হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিনিয়র সহকারী সচিব মানিক উদ্দিন কারখানার উৎপাদন প্রক্রিয়া, সারের গুণগত মান, প্যাকেজিং ও বাজারজাতকরণ ব্যবস্থা ঘুরে দেখেন। তিনি চিনিকলের উপজাত (প্রেসমাড) ব্যবহার করে পরিবেশবান্ধব সার উৎপাদনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫