নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের কাশিমপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ২টায় কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডে এ জনসভা ও র্যালির আয়োজন করা হয়। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনসভা ও র্যালি ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস ১১ দিনব্যাপী চলবে। এ সময়কালে দেশের ৪৫৭৮টি ইউনিয়ন, ৪৯৫টি উপজেলা ও বিভিন্ন সিটি কর্পোরেশনে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে। সভায় হাসেম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান এসময় বক্তারা বলেন, বর্তমান রাজনীতিতে মিথ্যাকে পরাজিত করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই সঙ্গে জাকের পার্টিকে সমর্থন জানিয়ে দলীয় পবিত্র প্রতীক গোলাপ ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি আয়োজন করেন জাকের পার্টি গাজীপুর মহানগর সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান ও মো. আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রস্তাবিত কেন্দ্রীয় সহ-সভাপতি (মৃত্তিকা খনন ফ্রন্ট) মো. মিজানুর রহমান, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. নজরুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট মো. শিব্বির রহমান, ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক, ওলামা ফ্রন্টের হাফেজ মাওলানা রুহুল আমিনসহ মহানগর নেতৃবৃন্দ ও মহিলা সদস্যরা। শেষে দলীয় নেতৃবৃন্দ ও সদস্যদের সক্রিয় সহযোগিতায় জনসভা ও র্যালি সফলভাবে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫