নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী দগ্ধ হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেমাস কেমিক্যাল নামের ওই গুদাম থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসানসহ মোট পাঁচজন আহত হন। এ ছাড়া পাশের দোকানের মালিক বাবু (২০) দগ্ধ হন। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারখানার এক কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে, যার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, গুদামটিতে কেমিক্যাল মজুত করা হতো। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ সময় আমাদের এক কর্মকর্তা ও তিন কর্মী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী আহত হয়েছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫