• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আলমগীর হোসেন দিপু’র শ্রদ্ধাঞ্জলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আরিফ হোসেন হাওলাদারের শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার

তা’মীরুল মিল্লাত টঙ্গীর খেলার মাঠে ধানের চারা রোপণ: সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

grambarta / ৮৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার খেলার মাঠ সংস্কারের নামে গত এক দশকে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১৮ লাখ টাকা সংগ্রহ করা হলেও মাঠে কোনো উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠটি জলাবদ্ধ হয়ে পুকুরের মতো রূপ নেয়। এ অবস্থার প্রতিবাদে গতকাল শিক্ষার্থীরা মাঠে ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠের এমন বেহাল দশা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু মাঠই নয়, প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত খেলাধুলার সরঞ্জামও নেই। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও তা’মীরুল মিল্লাত প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, মাঠ সংস্কারের নামে কয়েক দফায় তাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, অল্প বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়, যা খেলার অনুপযোগী হয়ে পড়ে। আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিমের আক্ষেপ, মাঠটি এখন ছোট বিলের মতো লাগে। কখনো পানি, কখনো কাদা-কতবার আবেদন করলেও সংস্কার করা হচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, গত ১০ বছরে মাঠ সংস্কারের নামে প্রায় ১৮ লাখ টাকা তোলা হয়েছে। এত টাকা শিক্ষার্থীদের থেকে নেওয়ার পরও মাঠের করুণ অবস্থা শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে বিস্মিত করেছে।অভিভাবক সায়েমের বাবা বলেন, দেশের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমের এমন করুণ অবস্থা খুবই দুঃখজনক। আমরা দ্রুত মাঠের সংস্কার চাই। প্রাক্তন শিক্ষার্থী নকিব জানান, ভর্তির সময় মাঠ সংস্কারের নামে প্রতি শিক্ষার্থী থেকে ১০০–২০০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো পদক্ষেপ চোখে পড়েনি। মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কাশেম বলেন, “শিগগিরই মাঠ ও ক্রীড়া সরঞ্জাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে ক্রীড়া বিভাগের সরঞ্জাম খুবই সীমিত, আর যেগুলো আছে তার বেশিরভাগই নষ্ট হয়ে পড়েছে। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, মাদ্রাসার বিভিন্ন বিভাগেই সমস্যা রয়েছে। বারবার কর্তৃপক্ষকে বললেও শুধু আশ্বাস দেন। আন্তরিকতা না থাকলে শিক্ষার্থীদের সমস্যা কখনো সমাধান হবে না। মাঠে ধানের চারা রোপণের মাধ্যমে যে প্রতিবাদ জানানো হয়েছে, আশা করি প্রশাসন এবার মাঠ সংস্কার করবেন। না হলে আমরা বিকল্প পথ বেছে নেব। মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, খুব শিগগিরই মাঠ ও ক্রীড়া সরঞ্জাম সংস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর