স্টাফ রিপোর্টার : টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা নেতৃবৃন্দ । বুধবার বাদ মাগরিব চেরাগআলীতে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হান এবং মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা। সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, কোষাধ্যক্ষ হাসান মামুন ও প্রেসক্লাবের সদস্য বশির আলম। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব সৃষ্টি হলে সমাজের প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা। জামায়াত নেতা নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল শক্তি কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো ও জনগণের সাথে সরাসরি যোগাযোগ। তিনি আরও বলেন, বিদ্যমান একক সদস্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের লক্ষ্যে পিআর পদ্ধতি চালুর দাবি জানান তিনি। সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে একযোগে কাজ করার ওপর জোর দেওয়া হয়। সাংবাদিক নেতারা জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫