নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ডের মিলগেট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের সভাপতি মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি (গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) প্রভাষক বসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, মহানগর কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আইয়ুব খাঁন, কার্যকরী সভাপতি মনিরুজ্জামান মাস্টার, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয়, মহানগর কর্মজীবী দলের সহ-সভাপতি বাচ্চু মিয়া, জহির উদ্দিন ও দোলন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ও সেলিনা হায়াত আইভি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নুপুর আক্তার, কহিনুর বেগম। এছাড়া ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকের, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারি, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম, টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ন আহবায়ক মাহাবুব মিয়াজি, ৫৪ নং ওয়ার্ড বিএনপির ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক শামীম হোসেন, জনি মিয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে টঙ্গী পশ্চিম থানা কর্মজীবী দলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে নাম ও পদবিসহ পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, কর্মজীবী দলের এই পরিচিতি সভা আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে। দলের প্রতি নেতাকর্মীদের আন্তরিকতা ও ঐক্যই ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করবে।