শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতির বার্তা
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানা পাগাড় এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। নাজমুল হোসেন মন্ডল বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। সকলের সম্মিলিত অংশগ্রহণে শান্তি ও আনন্দময় পরিবেশেই এ উৎসব সম্পন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা। এসময় রয়েল হায়দার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।