নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের গাছা থানার ১৬টি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন। উপহার বিতরণকালে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আমাদের নেতা তারেক রহমানের ভালোবাসা থেকে আজ আমরা এই উপহার বিতরণ করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, গাজীপুর-৬ আসনকে উন্নয়ন, সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ নির্মাণ করবো, যেখানে কেউ অবহেলিত থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল নাঈম আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা। এই আয়োজন শুধু একটি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ নয়, বরং বিএনপির পক্ষ থেকে সম্প্রীতির সুস্পষ্ট বার্তা-বাংলাদেশ সকল ধর্মের মানুষের, আর তাদের সম্মান ও অধিকার রক্ষায় দলটি সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫