অষ্টমীতে সম্প্রীতির বার্তা
নিজস্ব প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে টঙ্গীতে বিভিন্ন পূজা মণ্ডপে উপহার বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনভর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সাতটি পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি'র সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন। প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় ও ভালোবাসা থেকে আমরা আজ এই উপহারসামগ্রী বিতরণ করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি আরও বলেন,অষ্টমী দুর্গাপূজার মূল দিন। এই দিনে দেবী দুর্গাকে মহিষাসুর বধের মাধ্যমে শক্তির বিজয়ের প্রতীক হিসেবে পূজা করা হয়। তাই আজকের দিনটি শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়গানের বার্তা দেয়। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাজী কছিমদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে সমাজে সাম্য, শান্তি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫