নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর-৬ আসনের এমপি প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপে যেয়ে তিনি বলেন,দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ উৎসবকে ঘিরে সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগ করে নিতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আরিফ হোসেন হাওলাদার আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো দুষ্কৃতিকারী যেন পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা কাউকে ভয়-ভীতি প্রদর্শন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে সার্বিক সহযোগিতা ও সহমর্মিতার আশ্বাস দেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন। সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপন করতে পারবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫