নিজস্ব প্রতিবেদক : নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১১টায় টঙ্গীর এরশাদনগর জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বসির উদ্দিন। সভায় বক্তারা বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ তারিখে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেন। এই ৩১ দফার মাধ্যমে বাংলাদেশে একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সুশাসন নিশ্চিতকরণ, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মের জন্য নতুন আশার দিগন্ত উন্মোচন হবে। প্রভাষক বসির উদ্দিন তার বক্তব্যে বলেন, গাজীপুর-৬ আসন নবগঠিত হলেও এখানকার মানুষের সমস্যা নতুন নয়। শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও বেকারত্ব, মজুরি বৈষম্য, অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে মানুষ কষ্টে আছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে শুধু গাজীপুর নয়, গোটা বাংলাদেশ একটি সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত হবে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন’। আর সেই পরিবর্তনের মেরুদণ্ড হবে তারেক রহমান প্রদত্ত ৩১ দফা। সভায় শেষে উপস্থিত নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে জনগণের মাঝে বিএনপি'র অঙ্গীকার তুলে ধরেন এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচারণা চালানোর ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫