নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিনীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে মৃতি বাড়ি এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ সাইদুল ইসলাম সেলিম এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম খান কালা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, বিএনপি নেতা হাজী বাবর আলী, সরকার শাহানুর ইসলাম রনি, মোহাম্মদ তাজুল ইসলাম বেপারী (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), মোঃ হারুন অর রশিদ, সরকার সাইফুল ইসলাম বিপ্লবসহ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মফিজ উদ্দিন ও নাজির আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন শেখ মোঃ সুমন, মোহাম্মদ সেলিম কাজল, মোঃ মশিউর রহমান, মোঃ রাতুল ভুঁইয়া, মোঃ শামসুল হক প্রমুখ।