নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেল ৩টায় টঙ্গী পূর্বা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে টঙ্গী দত্তপাড়াস্থ আরিফ হোসেন হাওলাদারের নির্বাচনী কার্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আরিফুল হক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ ইসলাম, সাদাত হোসেন টিপু'র সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন নগর স্বাস্থ সে্বা কেন্দ্রের উপ-পরিচালক আবু সুফিয়ান,দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান রাসেদুল হোসেন খান, কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. অহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সংগঠনিক সম্পাদক মাকসুদা মনি, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম ইফতেখার মারজুক, ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফি উদ্দিন শফি প্রমুখ। এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, দুঃশাসন, দুর্নীতি এবং গণতন্ত্রকে নির্মূল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির এই ৩১ দফা জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। প্রশিক্ষণ কর্মশালায় শাহনাজ ইসলাম বিস্তারিতভাবে ৩১ দফার বিষয়বস্তু উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান। আলোচিত ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সংবিধান সংস্কার কমিশন গঠন ও রাষ্ট্রক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা চালু, নির্বাচন কমিশন সংস্কার ও সুষ্ঠু ভোট নিশ্চিত করা, বিচারপতি নিয়োগে জুডিশিয়াল কমিশন গঠন, দুর্নীতি দমন ও ন্যায়পাল নিয়োগ, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ও কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য নিশ্চিত, প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন ও বিতর্কের ঊর্ধ্বে রাখা,নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ, তথ্যপ্রযুক্তি ও আণবিক শক্তির সর্বোত্তম ব্যবহার শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা, অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের দমন-নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিয়েছে। এই অবস্থার পরিবর্তনে তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা জনগণের মুক্তির একমাত্র পথ। পরিশেষে আরিফ হোসেন হাওলাদার বলেন আমি গাজীপুর-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি আমার কর্মকান্ড দেখে দল বিবেচনা করবে। কারণ আমি দির্ঘদিন দলের জন্য লড়াই সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫