• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

টঙ্গীতে দুর্গাপূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ করলেন গাজী সালাহউদ্দিন 

grambarta / ২৭৩ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী উপলক্ষে টঙ্গীতে বিভিন্ন পূজা মণ্ডপে উপহার বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। বুধবার (১ অক্টোবর ) দিনভর গাজীপুর-৬ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গাজী সালাহউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে গাজী সালাহউদ্দিন বলেন,বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় ও ভালোবাসা থেকে আমরা আজ এই উপহারসামগ্রী বিতরণ করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি আরও বলেন,শারদীয় দুর্গা পূজার নবমী দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এই দিনেই দেবী দুর্গার মহাশক্তি সর্বোচ্চ রূপে প্রকাশিত হয়। নবমীতে দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হয়ে অসুর বধ করেন বলে বিশ্বাস করা হয়। তাই একে বিজয়ের দিনও বলা হয়। এসময় তিনি বলেন আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির রাজনীতি করি আমি আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি-থাকবো, আপনাদের যে কনো সমস্যা আমাকে জানাতে পারেন, আমি আপনাদের পাশ থাকবো। তিনি আরো বলেন আমি গাজীপুর-৬ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের ভোটের মাধ্যমে গাজীপুর-৬ আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে দিতে পারবো ইনশাআল্লাহ। আলোচনাকালে তিনি বলেন আপনারা ধানের শীষ প্রতীকের বিজয় করার জন্য কাজ করবেন, বিএনপি একটি বড় দল এখানে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবে। দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ চৌধুরী, কাজীবুর রানা, মোঃ শাহজালাল মোঃ আলফাজ দেওয়ান, মোঃ জাকির হোসেন, আব্দুল কাদির, মোঃ আলমগীর হোসেন মিঠু, মোঃ আলামিন শুভ, সুমন গাজী, শামছুল আলামিন, হারুনুর রশীদ, মোঃ শামীম প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর