নিজস্ব প্রতিবেদক : টঙ্গী ইসলামপুর উন্মুক্ত কবরস্থান বাস্তবায়নের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডে আজ বাদ জুমা দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকায় বিশাল মানববন্ধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট আলেম-উলামাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ৪৮ নং ওয়ার্ডে বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও এখনও কোনো উন্মুক্ত ও সরকারি কবরস্থান নেই। মাত্র কয়েকটি ছোট পারিবারিক কবরস্থান থাকলেও তা প্রয়োজন মেটাতে অপ্রতুল। অথচ এলাকাজুড়ে বহু সরকারি খাস জমি রয়েছে, যা ব্যক্তিগতভাবে দখল হয়ে আছে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর উন্মুক্ত কবরস্থান বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও গাজীপুর জেলার প্রথিতযশা আলেম মুফতি মাসউদুল করীম, মাওলানা নজির আহমেদ, শায়খুল হাদীস মাহবুবুল হক, মুফতি আলী হাসান তৈয়ব, সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, সভাপতি মো: আরিফ মাহমুদ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সমাজসেবক দিপু আলম সাহেব, কসিমউদ্দিনসহ অন্যান্য বিশিষ্টজনেরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি ও ধূমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম।।সমাবেশ শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে এ মহতী উদ্যোগের সফলতা কামনা করা হয়। সমাবেশের মূল দাবি সরকারি খাস জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অবিলম্বে ৪৮ নং ওয়ার্ডে একটি উন্মুক্ত কবরস্থান প্রতিষ্ঠা করা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫