নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে মুদাফা উত্তরা প্রবর্তন সিটি গেইট সংলগ্ন ৫২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস শরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও যুবদল নেতা বাছেদ আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ভিপি আসাদ, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বাবু, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, জাতির মুক্তির রূপরেখা হলো তারেক রহমান প্রদত্ত ৩১ দফা। রাষ্ট্রকাঠামো সংস্কার ছাড়া গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়নে কর্মীদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫