নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোঃ জসিম উদ্দিন ভাট টঙ্গীতে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে । শনিবার (৪ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড টঙ্গী বাজার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ আব্দুস সাওার মুরাদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোঃ জসিম উদ্দিন ভাট। তিনি বলেন,তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। তারেক রহমানের ৩১ দফার প্রতিটি বিষয় জনগণকে মুক্তি দেবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে পুনর্গঠনের অঙ্গীকার কর্মসূচির মূল ভিত্তি হিসেবে কাজ করবে। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী খায়রুল বাসার হ্যাপী, শিক্ষক ও সাংবাদিক কাজী নজরুল ইসলাম, আবু ইউসুফ সুমন, আবু সাঈদ, কামাল হোসেন, মোঃ সালাউদ্দিন ফরাজী, খান শরিফুল ইসলাম, রানা শাহআলম হাবিব, হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা একমত পোষণ করেন, ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা হবে, সুশাসন ফিরবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা অঙ্গীকার করেন, আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে টঙ্গী বাজারের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবে। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫