• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

জনগণের ভোটে সরকার গঠন করলে বিএনপি’র ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীতে ছাত্র সমাবেশ

grambarta / ৯১ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জনগণের ভোটে সরকার গঠন করলে বিএনপি ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গাজীপুরের টঙ্গীতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব সিকদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারজুক আলামিন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, গাছা থানা ছাত্রদল নেতা ইমন প্রধান, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোহা চৌধুরী, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন, সাহাজউদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত, এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রান্ত, শান্ত ইসলাম, দেলোয়ার হোসেন জীম, কাজী জুনায়েদ ফরাজি, আলামিন ইসলাম, ফাইজুল ইসলাম মারুফসহ অনেকে। বিএনপি’র ১৮০ দিনের পরিকল্পনার মূল লক্ষ্য ৪ জুন গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন। পরিকল্পনায় বলা হয়, জনগণের ভোটে সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, জনআস্থা ফিরিয়ে আনা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

শিক্ষা খাত : প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী করতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপ চালু হবে। জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে “ইনোভেশন গ্রান্ট” বা সিড ফান্ড চালু করা হবে নতুন উদ্যোক্তা তৈরিতে।
স্বাস্থ্য ও পানি ব্যবস্থা : রোগ প্রতিরোধ, টিকা প্রচারণা ও স্বাস্থ্য শিক্ষা জোরদার করা হবে। নিরাপদ পানি সরবরাহ ও বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রিজার্ভার নির্মাণ করা হবে।
নারীর ক্ষমতায়ন : দরিদ্র পরিবারের জন্য নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে, যার মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে নারীর জন্য ডেডিকেটেড সাপোর্ট সেল গঠন করা হবে।

কৃষি ও গ্রামীণ উন্নয়ন : কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ দেওয়া হবে, যেখানে জমির পরিমাণ ও উৎপাদনের তথ্য সংরক্ষিত থাকবে। কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার ও প্রক্রিয়াজাত শিল্প স্থাপন করা হবে। বাজার মনিটরিং ও মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অবকাঠামো, শিল্প ও প্রযুক্তি : ডিজিটাল ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানো হবে। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতকে উৎসাহ দেওয়া হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) ও শিল্পপার্ক সম্প্রসারণ করা হবে। পরিবেশ ও সবুজ নীতি ৫ বছরে ২৫–৩০ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় পর্যায়ে গাছ রোপণ ও সবুজ বেষ্টনী তৈরির পরিকল্পনা রয়েছে।
আইন-শৃঙ্খলা : নৈরাজ্য, চুরি, ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর