নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত টঙ্গী সরকারি কলেজ শাখা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কলেজের প্রধান ফটক ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল জুড়ে ছিল স্লোগানে মুখরিত পরিবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের ঐক্য অটুট থাকুক এমন শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, সদস্য সচিব আলাউদ্দিন সুমন, এবং কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে নবগঠিত আহ্বায়ক মেহেদী হাসান আরিফ ও সদস্য সচিব আলাউদ্দিন সুমন তাদের বক্তব্যে বলেন ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি গণতান্ত্রিক সংগঠন। এখানে ত্যাগী ও কর্মঠ ছাত্ররাই নেতৃত্বে আসে। আমরা টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রদল শেষ পর্যন্ত মাঠে থাকবে। আমরা এক নতুন উদ্যমে, এক নতুন প্রত্যয়ে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছি। নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অধিকার রক্ষার অগ্রযাত্রার নাম। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান প্রবাসে থেকেও দলের প্রতিটি কর্মীর হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। তাঁর নেতৃত্বেই আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হবে প্রকৃত গণতন্ত্র। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা আরও জানান, এটি শুধু একটি দায়িত্ব নয়, এটি এক অঙ্গীকার তারেক রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করা, ছাত্রসমাজের অধিকার রক্ষা করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করা। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল ঐক্যবদ্ধভাবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা সবার সহযোগিতা কামনা করে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলকে সংগঠনের আদর্শে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫