নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের নিবেদিতপ্রাণ যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় এলাকার মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করার মাধ্যমে জনআস্থার প্রতীক হতে চান। মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎকারে মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, শৈশবকাল থেকেই আমি এলাকার দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে ছিলাম। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আজও কাজ করে যাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের দেশবিরোধী নীতির প্রতিবাদে আমি প্রথম সারিতে আন্দোলনে অংশ নিয়েছি। আগামী দিনেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে চাই। স্থানীয় তরুণ ও যুবসমাজের সঙ্গে কথা বলে জানা গেছে, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় শৈশবকাল থেকেই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। মানবিক আচরণ, সাহসী ভূমিকা ও আন্তরিকতায় তিনি ইতিমধ্যে প্রিয় মুখ হিসেবে স্থান করে নিয়েছেন। এলাকার তরুণরা বলেন,বজয় সরকার একজন সত্যিকারের জনদরদী নেতা। বিপদে-আপদে, আন্দোলনে কিংবা সামাজিক যে কোনো সংকটে তিনি আমাদের পাশে থেকেছেন। জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অনন্য। স্থানীয় দলীয় নেতারা জানান, বিজয় সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সুশিক্ষিত, পরিশ্রমী ও নম্র স্বভাবের সেবক। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা তাঁর মূল উদ্দেশ্য। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে যদি তিনি নির্বাচিত হন, তবে উন্নয়ন, সেবামূলক কার্যক্রম ও জনকল্যাণে ৫৭ নম্বর ওয়ার্ডে নতুন দিগন্তের সূচনা হবে।