নিজস্ব প্রতিবেদক : সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) ২০২৫। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ১২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ থেকে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকার ৪৩ নং ওয়ার্ডে চলছে টিকাদান কার্যক্রম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টঙ্গীর ফিউচারম্যাপ স্কুলে অনুষ্ঠিত টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এই কর্মসূচিটি গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা’র তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পরিদর্শন শেষে নাজমুল হোসেন মন্ডল বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমে আমরা এই রোগের সংক্রমণ অনেকাংশে প্রতিরোধ করতে পারব। সকলকে টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় দেশের ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোরদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হচ্ছে। এই টিকা শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় এবং এর কার্যকারিতা প্রায় ৭ বছর পর্যন্ত স্থায়ী থাকে। টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। সময়মতো টিকা গ্রহণ, নিরাপদ পানি পান এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে এই রোগ প্রতিরোধ সম্ভব। এসময় আরো উপস্থিত ছিলেন ফিউচার ম্যাপ স্কুলের প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন, পরিচালক নাজমুল হক রাসেন, ৪৩ নং ওয়ার্ড সচিব সুমন, ৪৩ নং ওয়ার্ড মহিলাদল নেত্রী শারমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫