টঙ্গীতে জামায়াতের সমাবেশ ও র্যালীর ছবি।
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী ৫৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে টঙ্গীর নতুনবাজার রেললাইন সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানার ৫৬ নং ওয়ার্ডের আমির এবিএম সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মোল্লা, টঙ্গী পূর্ব থানা কর্মপরিষদের আমির আবু রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি নতুনবাজার থেকে শুরু হয়ে স্টেশন রোড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে এসে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। এখানকার পোশাক শিল্প থেকে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা আয় করছে, কিন্তু সেই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, অথচ তাদের জীবনযাত্রা কষ্টময়। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, যা তারা পালন করছে না। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের কথা উল্লেখ করে তিনি বলেন গাজীপুরের জনগণ আজও প্রাথমিক চিকিৎসার জন্য ভোগান্তির শিকার। হাসপাতাল ও ক্লিনিকের অব্যবস্থাপনা সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে। নির্বাচিত হলে আমি উন্নত স্বাস্থ্যসেবা ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করব। এছাড়া তিনি শহরের নাগরিক অবকাঠামো নিয়ে বলেন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা গাজীপুরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে ভুগছে। এই পরিস্থিতি পরিবর্তনে পরিকল্পিত নগরায়ণ জরুরি। নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে ড. হাফিজুর রহমান আরও বলেন আমি নির্বাচিত হলে গাজীপুরের প্রতিটি সেক্টরে দুর্নীতিমুক্ত, জনকল্যাণমূলক ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলব। মানুষের আস্থা পুনরুদ্ধার করাই হবে আমার প্রথম লক্ষ্য। সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের বিকল্প নেই।