নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ এক মোটরসাইকেল চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটে টঙ্গীর গাজীপুরা এলাকায়। জানা গেছে, শেখ মোটরস নামে একটি মোটরসাইকেল গ্যারেজে মিস্ত্রি হিসেবে কর্মরত হৃদয় চন্দ্র শীলের মোটরসাইকেলটি সার্ভিসিংয়ের জন্য নেওয়ার পর, ট্রায়াল দেয়ার নাম করে যুবক বাইকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে আসিক (২২) নামে ওই যুবক গাজীপুরা এলাকার শেখ মটর গ্যারেজে মিস্ত্রি হিসেবে চাকরি নেয়। চাকরির দ্বিতীয় দিনেই সে সুজুকি জিক্সার ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। ভুক্তভোগী হৃদয় চন্দ্র শীল বিষয়টি টঙ্গী পশ্চিম থানায় লিখিতভাবে জানালে পুলিশ তদন্তে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তা এবং গ্যারেজ মালিক সিহাব শেখের উদ্যোগে খোঁজাখুঁজির মাধ্যমে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আসিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিক মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, আসিকের বাড়ি নোয়াখালী জেলায় এবং চাকরির সুবাদে সে গ্যারেজের ভেতরেই থাকতো। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, চুরিকৃত মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, গ্রেফতারের সময় উত্তেজিত জনতা আসামিকে গণধোলাই দেয়ার পর পুলিশের হাতে তুলে দেয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫