নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে “নিরাপদ সড়ক ও শান্তিপূর্ণ পথযাত্রা” কর্মসূচি পালন করেছে ড্রাইভারদের সংগঠন নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য সমগ্র বাংলাদেশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ১০ থেকে ১৫টি মিনি পিকআপ নিয়ে এই প্রতীকী পথযাত্রা অনুষ্ঠিত হয়। পথযাত্রাটি গাজীপুর বাইপাস থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক হয়ে কোনাবাড়িতে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী ড্রাইভাররা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিরাপদ সড়ক চাই, ড্রাইভার নির্যাতন বন্ধ করো ইত্যাদি স্লোগান দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, গাজীপুর মহানগরের সভাপতি রনি’র সার্বিক তত্ত্বাবধানে ও রুহুল আমিন সরদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র উপদেষ্টা কাজল মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, কার্যকরী সভাপতি খোকন, সহ-সভাপতি জনি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হক রনি, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া প্রচার সম্পাদক রানা মিয়া প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সোহাগ মিয়া বলেন, সারা বাংলাদেশের ড্রাইভাররা আজ নির্যাতিত। প্রতিনিয়ত ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারাচ্ছে অনেক শ্রমিক ভাই। আমরা প্রশাসনের সাথে একযোগে কাজ করতে চাই-যেন আর কোনো ড্রাইভার ছিনতাইকারীদের হাতে প্রাণ না হারায়। তিনি আরও বলেন, নিরাপদ সড়ক শুধু ড্রাইভারদের নয়, যাত্রীদেরও অধিকার। তাই আমরা সড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই। সকল ড্রাইভারকে আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি। সংগঠনের নেতারা জানান, এই পথযাত্রার মূল লক্ষ্য ছিল ড্রাইভারদের নিরাপত্তা নিশ্চিত করা, ছিনতাই ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা, এবং প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপদ সড়ক আন্দোলনকে জোরদার করা। আয়োজকরা জানান, ভবিষ্যতে এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি সারাদেশের বিভিন্ন জেলায়ও আয়োজন করা হবে।