নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর-৬ আসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ) বিকালে গাছা থানার জয়বাংলা রোডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ প্রভাষক বশির উদ্দিন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, সংবিধান সংস্কার, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি। তারা আরও বলেন, বর্তমান যুগোপযোগী, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর উন্নয়ন এবং শিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই টেকসই বাংলাদেশ গঠন সম্ভব। প্রভাষক বশির উদ্দিন তার বক্তব্যে বলেন, ৩১ দফা কোনো দলীয় এজেন্ডা নয়এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নত রাষ্ট্র গঠনে আমরা জনগণের সঙ্গে আছি এবং থাকবো। সভায় উপস্থিত ছিলেন।বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এর মধ্যে ছিলেন সাদিকুর রহমান টিটু (সাবেক সাধারণ সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড বিএনপি), মামুনুর রশিদ (সঞ্চালক), ছাত্রনেতা রেদওয়ানুর রহমান প্রত্যয়, আব্দুল হাই (আহ্বায়ক সদস্য, তারেক জিয়া পরিষদ গাজীপুর মহানগর), আনোয়ার সরদার (সভাপতি, ৩৯ নং ওয়ার্ড যুবদল), হাবিবুল্লাহ হাবিব (সাধারণ সম্পাদক, ৩৯ নং ওয়ার্ড যুবদল), ইমরান হোসেন, অনিক খান, মিন্টু সরকার, সুজন খলিফা, আনিস, শামীম বেপারী, মুন্না, নজরুল , সাব্বির, মাহবুব মিয়াজী, সেলিমসহ পুবাইল থানা মহিলা দলের সেক্রেটারি রুপালি সহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক ৩১ দফা লিফলেট বিতরণ করা হয় এবং জনগণের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।