• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে পরিবর্তনের জোয়ার : ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারি মাঠে কাজ করছেন নিরলসভাবে

grambarta / ৪৩ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

প্রভাষক বসির উদ্দিনের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে শামীম বেপারি 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ (টঙ্গী) আসনে রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরব। প্রার্থী ও কর্মীদের পদচারণায় জমে উঠছে নির্বাচনী আমেজ। ইতিমধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম টঙ্গী পশ্চিম থানার আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন-যিনি দীর্ঘদিন ধরে গণমানুষের নেতা হিসেবে এলাকায় সম্মান অর্জন করেছেন। তারই আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি জানান, প্রভাষক বশির উদ্দিন শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন শিক্ষিত, সৎ ও মানবিক মানুষ। তার নেতৃত্বে আমরা বিশ্বাস করি-টঙ্গী পরিবর্তনের নতুন দিগন্তে পৌঁছাবে। শামীম বেপারি আরও বলেন, আমরা বিএনপির আদর্শে বিশ্বাসী। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো। তবে আমরা আশা করছি-প্রভাষক বশির উদ্দিনকে দল মনোনয়ন দেবে, কারণ তিনিই এই আসনে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক। তিনি আরো জানান, প্রভাষক বশির উদ্দিন একজন নিরহংকারী, পরোপকারী ও ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে তিনি টঙ্গী এলাকায় শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দীর্ঘ ১৮ বছর গাজীপুরের আসনগুলো আওয়ামী দখলে ছিল। এবার যদি প্রভাষক বশিরকে দল মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি জনগণের নেতা, মাটি ও মানুষের মানুষ। প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে গঠিত নির্বাচনী টিম ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ, ঘরোয়া বৈঠক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা বিশ্বাস করেন, বিএনপি যদি ৩১ দফার আলোকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে চায়, তবে প্রভাষক বশির উদ্দিনের মতো শিক্ষিত, সৎ ও ত্যাগী নেতার হাতেই এই দায়িত্ব দেওয়া উচিত। শামীম বেপারি মনে করছেন, প্রভাষক বশির উদ্দিন বিএনপির মনোনয়ন পেলে গাজীপুর-৬ আসন হবে একটি উন্নয়নের মডেল ও গণতান্ত্রিক নেতৃত্বের নতুন দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর