নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি কতৃক নব নির্মিত মার্কেট সেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুরের আব্দুল মতিন সড়কের মিলগেট এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেড উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহেল আহম্মেদ, এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নিল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান, যিনি তার বক্তব্যে বলেন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি সবসময় শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছে। নবনির্মিত এই মার্কেট সেড শুধু একটি স্থাপনা নয়, এটি মালিক-শ্রমিক ঐক্যের প্রতীক এবং পরিবহন খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার বাস্তব প্রয়াস। তিনি আরও বলেন, এই সেডের মাধ্যমে পরিবহন ব্যবসায়ীরা আরও সংগঠিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সেবার মান ও পেশাদারিত্ব বৃদ্ধিতে এটি বড় ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক জামাল উদ্দিন, পশ্চিম থানা বিএনপির সদস্য আলা-আমিন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুর ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আবু সাকের, ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইউসুফ হুসাইন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজীপুরের ক্রমবর্ধমান পরিবহন ব্যবস্থায় এই মার্কেট সেড মালিক-শ্রমিক ও যাত্রীদের মধ্যে সমন্বয় তৈরি করবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ গাজীপুর জেলা মালিক সমিতির নির্বাচিত তৌহিদুজ্জামান শিমুল ও জাহিদুল ইসলাম জাহিদ সভাপতির পদ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করেন। সবার সিদ্ধান্ত ক্রমে হাইকোর্টের রিট পিটিশন নিজ দায়িত্বে তুলে নেওয়ার পরামর্শ দেন এবং জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতির দায়িত্ব ও তৌহিদুজ্জামান শিমুলকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫