নিজস্ব প্রতিবেদক: গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের সঙ্গে জাতীয়তাবাদী জনতা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭ ঘটিকার সময় টঙ্গীর দত্তপাড়ায় অবস্থিত আরিফ হোসেন হাওলাদারের নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী জনতা দলের সিনিয়র সহ-সভাপতি নাঈমুল হাসান, সাধারণ সম্পাদক সোলায়মান খান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনউদ্দিন, গাছা থানার সভাপতি ইলিয়াস আকন্দ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা সভাপতি আহসান উল্লাহ (ডলার), সাধারণ সম্পাদক এইচ এম ফরিদ উদ্দীন অর্থ সম্পাদক শেখ মোঃ সেলিম, মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ময়না খাতুন সহ জনতা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসিত রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সকল দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় আমি জীবনভর সংগ্রাম চালিয়ে যাব। তিনি আরও বলেন গাজীপুরের মানুষ ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী জনতা দলসহ সকল দেশপ্রেমিক সংগঠন একসাথে থাকলে আসন্ন নির্বাচনে বিজয় সুনিশ্চিত হবে।