‘দাড়ি পাল্লা’ মার্কায় ভোট চাইলেন গাজীপুর-৬ আসনের প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ (টঙ্গী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান সোমবার (২০ অক্টোবর) দুপুরে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। টঙ্গী বাজারের বড় মসজিদ থেকে শুরু করে বাজারের বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠিত এ লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা স্লোগান দেন-আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। গণসংযোগ শেষে বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন,বর্তমানে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে অনিয়ম ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সৎ, যোগ্য ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই। আমি জনগণের সেবা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থী হয়েছি। তিনি আরও বলেন, গাজীপুর-৬ আসনের জনগণই পরিবর্তনের শক্তি। আপনারা যদি দাড়ি পাল্লা মার্কায় ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা একসাথে সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব। এ সময় উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ড আমীর ওবায়দুল হক সরদার, ৫৫ নং ওয়ার্ড আমীর মুক্তার হুসাইন, ৫৭ নং ওয়ার্ড সেক্রেটারি মাসুদ আলম, নগর জামায়াতের বিশেষ ইউনিটের দায়িত্বশীল আব্দুল মালেক আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ফকরুল ইসলাম বাচ্চু,সহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।