• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, তিনজন গ্রেপ্তার

grambarta / ৫৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. জাহিদুল আহসান জিহাদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জিহাদ মহানগরীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন নিপ্পন গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, সেদিন সন্ধ্যায় জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে কলেজের সেশন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে বের হয়। পথে আউচপাড়া মৌজার শফি উদ্দিন সরকার রোডের গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা ৪-৫ জন ছিনতাইকারী জিহাদ ও তার দুই বন্ধু রহমান ও আরিফ হোসেনকে আটকে ফেলে। এ সময় রহমান ও আরিফ পালিয়ে গেলেও জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় জিহাদ ছিনতাইকারীদের ধাওয়া করার চেষ্টা করলে তিনি রাস্তার পাশে ফুটপাতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন আব্দুল্লাহ (২০), পিতা ফজল মিয়া স্বাধীন (২০), পিতা হারুন আল-আমিন (২৪), পিতা নাসির তিনজনই টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদনগর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর