ইয়া পাক পাঞ্জাতানের প্রেমে উদ্বুদ্ধ শামীম বেপারী
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের দক্ষিণ আউচপাড়া, আসাদ বেপারী রোডের বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মোঃ শামীম বেপারী (চিশতী) ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইসলামী আদর্শ ও তরিকার চেতনায় মানুষকে একতা, ভ্রাতৃত্ব ও মানবতার পথে আহ্বান জানিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকার সেবায় নিয়োজিত রয়েছেন। শামীম বেপারী একজন প্রকৃত আহলে বাইতপ্রেমী মানুষ। তিনি বিশ্বাস করেন আহলে বাইত পাকের মুহাব্বাত ছাড়া ঈমান পূর্ণ হয় না। রাসুলুল্লাহ ও পাক পাঞ্জাতানের (আলাইহিমুস সালাম) ভালোবাসাই আমাদের ঈমানের রূহ ও মুক্তির পথ। তার দৈনন্দিন জীবনে এই ভালোবাসা প্রতিফলিত হয় নামাজ, দরূদ শরীফ পাঠ, এবং দরিদ্র-অসহায় মানুষের সেবার মাধ্যমে। তিনি নিয়মিত দরূদ মাহফিল, জিকির ও ওয়াজ মাহফিলের আয়োজন করে সমাজে ধর্মীয় চেতনা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিচ্ছেন। আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রসঙ্গে তিনি বলেন, পাক পাঞ্জাতান (আলাইহিমুস সালাম)-এর আদর্শই মানবতার আদর্শ। যদি সমাজে ন্যায়, দয়া ও সত্য প্রতিষ্ঠা করতে চাই তবে আমাদের প্রত্যেকের অন্তরে নবীজির ভালোবাসা ও আহলে বাইতের প্রতি শ্রদ্ধা জাগাতে হবে। স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ শামীম বেপারী শুধু একজন কাউন্সিলর প্রার্থী নন তিনি একজন আল্লাহ ও রাসুলপ্রেমী সমাজনেতা, যিনি অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে কথা বলেন এবং মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ। তাঁর মানবিক আচরণ, বিনয় ও সেবার মানসিকতা তাঁকে জনমানুষের প্রিয় মুখে পরিণত করেছে। তিনি বিশ্বাস করেন নামাজ, দরূদ ও মানবসেবা এই তিনের সমন্বয়েই একজন প্রকৃত মুমিন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। আহলে বাইতের মহব্বত, ন্যায়ের আদর্শ এবং সেবার ব্রত নিয়েই শামীম বেপারী এবার জনগণের দোয়া ও ভালোবাসাকে পাথেয় করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫