নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ছিনতাইয়ের চেষ্টার সময় জনতা ওই যুবককে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা তার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে এবং শরীরে লবণ ছিটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে টঙ্গী রেলস্টেশন, কলেজগেট ও মিলগেট এলাকায় ছিনতাই ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দিনের আলোতেও পথচারীদের টার্গেট করে সক্রিয় এসব ছিনতাইকারী চক্র, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,।ছিনতাইকারীদের ভয়াবহ দৌরাত্ম্যের কারণে জনরোষই এই মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে। তারা পুলিশের কাছে দ্রুত অপ রাধ দমন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।।আইনের হাতে ন্যায়ের প্রতিষ্ঠার পরিবর্তে জনতার হাতে বিচার টঙ্গীর এই ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে শহরের ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতার চিত্র।