নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে দেওয়াল ধসে চাপা পড়ে আরাফাত (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার আগে টঙ্গীর আউচপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত স্থানীয় জামেয়া কোরআনিয়া আউচপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। সে মৃত সানোয়ার হোসেন ও রিফা বেগম দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে আউচপাড়ার পারভেজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে খেলছিল আরাফাত। হঠাৎ ওই বাড়ির বাউন্ডারি দেওয়ালের একটি অংশ ভেঙে পড়লে সে নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ভবন মালিকের অবহেলা ও অযত্নেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, দেওয়ালটি দীর্ঘদিন ধরে ফাটলধরা অবস্থায় ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল হাসান জামিল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুরো বিষয়টি তদন্তের আওতায় আনা হবে। যদি বাড়ির মালিকের গাফিলতি প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫