নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচি। বুধবার (২২ অক্টোবর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আয়োজনে আউচপাড়া এলাকার প্রভাষক বশির উদ্দিনের ব্যাপারী বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিন এসময় তিনি বলেন, বিএনপি একটি গণমানুষের দল। আমরা নতুন সদস্য নিচ্ছি, তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের হাতেই শক্তিশালী হবে। তিনি আরও বলেন, জামায়াত একদিকে পিআর পদ্ধতির কথা বলে আবার অন্যদিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এটা বিভ্রান্তিকর রাজনীতি, যা জনগণ কখনও গ্রহণ করবে না। সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি নূর)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম,গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, শ্রম সম্পাদক ফেরদৌসী বেগম, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ন আহবায়ক মাহাবুব মেয়াজি, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ৫৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী জহিরুল ইসলাম, ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, ১ নং যুগ্ন সম্পাদক সম্পাদক শামীম হোসেন, ৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সাদেক আলী, এবং ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারী, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন, ৫২ নং ওয়ার্ডে গুঠিয়া ইউনিটের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলন ও নির্বাচন-দুই ক্ষেত্রেই সাহসী ভূমিকা নিতে হবে। অনুষ্ঠান শেষে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ফর্ম নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয় এবং সমাপ্তি ঘোষণা করা হয়।