নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে নকল দলিল, পর্চা, নকশা ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভুয়া সিল তৈরির সরঞ্জামসহ মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২২ অক্টোবর) দুপুরে গাজীপুর শহরের চেয়ারম্যান পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক সোহেল রানা গাজীপুর মহানগরের নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। অভিযানে জাল দলিল, নকল পর্চা, নকশা, বিভিন্ন সরকারি দপ্তরের সিলমোহর, ভিজিটিং কার্ড ও জাল নথি তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা রাবেয়া বেগম জানান, গত কয়েক মাস ধরে ওই ঘরে তারা গোপনে কাজ করছিল। সম্প্রতি লোকজনের আনাগোনা বেড়ে যায়, কিন্তু ভেতরে কি হয় তা কেউ জানত না। আজ অভিযানের পর দেখি, সরকারি অনেক কর্মকর্তার সিল আর কাগজপত্র পাওয়া গেছে। জানা গেছে, অভিযানের টার্গেট ছিল কাপাসিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. হাবিবুল্লাহর সাইনবোর্ড থাকা একটি কক্ষ। ধারণা করা হচ্ছে, তিনিই এই জাল নথি তৈরির কার্যক্রমের পেছনে মূল হোতা। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, অভিযানে ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।