নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন, এসময় বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে একটি জনগণের রাষ্ট্র গঠনের নীলনকশা। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে আমরা জনগণের কাছে এই দফাগুলোর তাৎপর্য তুলে ধরছি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নতুন জাতীয় ঐক্য ও সুবিচারভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান শেখ, সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক আলম, ৪৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূরে মোস্তফা, ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, যুবদল নেতা সুজন, বাচ্চু, চান মিয়া, আনোয়ার হোসেন, সোহাগ, আনিসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নই দেশকে গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবে।