• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত: দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ

grambarta / ৯৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় টঙ্গী ৪৯ নং ওয়ার্ডের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কামরুল ইসলাম (কামু) তিনি এসময় বলেন প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। সমাজের প্রতিটি মানুষ যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলেই তাদের জীবনমান আরও উন্নত হবে। সাদাছড়ি শুধু সহায়ক নয়, এটি আত্মনির্ভরতা ও মর্যাদার প্রতীক। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানার এস আই বায়েজিদ হোসেন, তিনি বলেন,দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। সমাজের প্রতিটি নাগরিকের উচিত দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করা। পুলিশের পক্ষ থেকেও আমরা তাদের সহায়তায় সর্বদা প্রস্তুত। সঞ্চালনা করেন সাংবাদিক ও টঙ্গী প্রেসক্লাবের সদস্য মোঃ জসিম উদ্দিন জুয়েল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মজিবর হোসেন। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, ৪৯ নং ওয়ার্ড যুবদল নেতা শাহজাহান মিয়া, এবং যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন মর্জিনা আক্তার, ফারুক হোসেন ও জাহিদুল ইসলাম। তারা বলেন, আমরা সাদা ছড়ি হাতে রাস্তায় বের হলে অনেক চালক আমাদের গাড়িতে তুলতে চান না। কেউ কেউ অসচেতনভাবে গাড়ি চালিয়ে বিপদের মুখে ফেলেন। আমাদের চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেদিকে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। বক্তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষ যদি প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে, তবে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন আরও নিরাপদ ও সম্মানজনক হয়ে উঠবে।অনুষ্ঠানটি শেষে উপস্থিত অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর