নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে “সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৮ নং ওয়ার্ডের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদারের নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। গাজীপুর জেলা হিন্দু সম্প্রদায় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগরের আহ্বায়ক বাপ্পি দে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি লেবু বাঁশফোড়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় হালদার, মহানগর সদস্য সচিব দেবব্রত সরকার রিপন, সদর মেট্রো থানা সদস্য সচিব রাজমনি সাহা রাজু, বাসন থানার সদস্য সচিব হরিদাস বর্মন, টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক বিষু দাস, সদস্য সচিব বিক্রম রায়, যুগ্ম আহ্বায়ক লিটন দাসসহ হিন্দু সম্প্রদায়ের অসংখ্য সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পরিপূরক। আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু, কিন্তু সবার আগে আমরা মানুষ। ধর্ম নয়, মানবতাই আমাদের বড় পরিচয়। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কোনো বিভেদ নয়, পারস্পরিক সম্মান ও ভালোবাসাই আমাদের সমাজকে এগিয়ে নিতে পারে। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করছে এই ঐতিহ্য ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন আগামীকাল ত্রিয়োদশ জাতীয় নির্বাচনে আমি গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে সকলে মিলে মিশে একসাথে কাজ করবো। তিনি আরো বলেন দল যাকেই মনোনয়ন দেয় সবাইকে সাথে নিয়ে তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫