নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে নির্বাহী পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুর রহমানের বিরুদ্ধে নারী কর্মচারীদের অশোভন প্রস্তাব, যৌন হয়রানির চেষ্টা, এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন।শ্রমিকরা অভিযোগ করে জানান, কাজী মাহবুবুর রহমান প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও নারী কর্মচারীদের প্রতি অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন। নারী কর্মচারীদের রুমে ডেকে নিয়ে অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন কর্মচারীরা। অভিযোগে আরও বলা হয়, নির্বাহী পরিচালক তাঁর কুপ্রস্তাবে অস্বীকৃতি জানানো নারী কর্মচারীদের বিভিন্ন শাখায় বদলি করেন। অপরদিকে, তাঁর প্রস্তাব মেনে নেওয়া এক নারী কর্মীকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করেন এবং অফিসে দীর্ঘসময় ধরে নিজের রুমে রাখেন। শ্রমিকদের দাবি, বিষয়টি অফিসের সবার নজরে আসায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাহী পরিচালক ব্যক্তিগত খরচ, পার্সেল ও সৌন্দর্যচর্চার বিল অফিসের কোষাগার থেকে পরিশোধ করানোর নির্দেশ দেন। এমনকি প্রতিবন্ধীদের তৈরি পণ্য ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। কর্মচারীরা জানান, তিনি প্রায়ই রাত ১২টা পর্যন্ত অফিসে অবস্থান করেন এবং অন্যদেরও বাধ্য করেন দেরি করে থাকতে। কেউ আগেই অফিস ত্যাগ করলে পরে ফোন করে ফের ডেকে আনেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, কাজী মাহবুবুর রহমানের এমন আচরণে অফিসে কর্মপরিবেশ নষ্ট হয়েছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে তাঁরা দাবি করেন। অভিযোগে বলা হয়, নির্বাহী পরিচালক যোগদানের পর থেকে প্রায় ৬ লাখ টাকার পণ্য বিল বা চালান ছাড়াই ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। তাছাড়া যন্ত্রপাতিতে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মীদের বিনা কারণে বদলি বা নোটিশ দেওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগের বিষয়ে শ্রমিকরা সমাজকল্যাণ উপদেষ্টা, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে জানানো হয়েছে। নির্বাহী পরিচালকের কর্মকাণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গত ২০ অক্টোবর সকাল ৯টা থেকে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা এক দফা দাবিতে কাজী মাহবুবুর রহমানের অবিলম্বে অপসারণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি শুরু করেন। তাঁদের দাবি, অত্যাচারী ও নারী লোভী এই কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত তাঁদের কর্মবিরতি চলবে। এবিষয়ে প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তিনার ব্যক্তিগত মতামত নেওয়া সম্ভব হয়নি।