• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

টঙ্গীতে র‍্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা, ২০৫ কেজি পলিথিন ও ১১২০ কেজি কাঁচামাল জব্দ

grambarta / ৮০ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে এন.এন প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় কারখানা থেকে ২০৫ কেজি পলিথিন ও ১১২০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল (দানা) জব্দ করে র‌্যাব-১। রোববার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর তত্ত্বাবধানে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। র‌্যাব জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক)/১৫(১)/৪(ক) অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। একইসাথে ফ্যাক্টরিটিকে ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনে লিপ্ত হলে কারখানা বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।এছাড়া টঙ্গী পশ্চিম থানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজ এবং এ.এম এন্টারপ্রাইজ নামক পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র‌্যাব সূত্রে জানা যায়, বাংলাদেশে ২০০২ সালের ১ মার্চ থেকে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ হলেও দীর্ঘদিন ধরেই এ ধরনের কার্যক্রম গোপনে চলছে। পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য রক্ষায় র‌্যাব নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করে আসছে।জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর