নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দোলাল হোসেনের উদ্যোগে সাতরং এলাকার দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত ও ময়লায় ভরাট রাস্তা অবশেষে নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে তিনি নিজ উদ্যোগে রাস্তার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে সংস্কারকাজ শুরু করেছেন। রাস্তা চলাচলের উপযোগী করে দ্রুত জনগণের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন এই তরুণ সমাজসেবক। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তায় চলাচল করা ছিল দুঃস্বপ্নের মতো। বর্ষার সময় কাদা আর দুর্গন্ধে ভুগতে হতো, শুষ্ক মৌসুমে ধুলা-ধোঁয়ার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল স্থানীয়রা। কাউন্সিলর পদপ্রার্থী দোলাল হোসেনের এই মহতি উদ্যোগে এলাকাবাসীর মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার স্রোত বইছে। রাস্তা পরিষ্কার কার্যক্রমে উপস্থিত থেকে দোলাল হোসেন বলেন, মানুষের কষ্ট দেখেই আমি এই উদ্যোগ নিয়েছি। এটা কোনো রাজনৈতিক প্রচারণা নয়, এটা আমার এলাকার প্রতি দায়িত্ববোধ। আমার লক্ষ্য জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করা। এই রাস্তা শিগগিরই সম্পূর্ণ সংস্কার করে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, সে ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ। এলাকার প্রবীণ বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ১৭ বছরেও কেউ এই রাস্তার দিকে তাকায়নি। দোলাল ভাই নিজের খরচে কাজ শুরু করে দেখিয়ে দিয়েছেন ইচ্ছা থাকলে অসম্ভব কিছু নেই। মানুষের আস্থা অর্জনে দোলাল হোসেনের এই সামাজিক উদ্যোগ এখন ৪৪ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই বলছেন, এমন সেবামুখী নেতৃত্বই এলাকার পরিবর্তনের আশা জাগায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫