নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি উত্তম চন্দ্র দাস (৫৭)–কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০১। র্যাব জানায়, গত ২৩ অক্টোবর সকালে গাজীপুর সদর থানার উত্তর বিলাসপুর এলাকায় ভাড়াবাসায় স্ত্রী রুনু রানী রায় (৪৭)–কে লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় স্বামী উত্তম চন্দ্র দাস। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর নিহতের ভাই রনজিত লাল রাজভর বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–৬৫, তারিখ: ২৪/১০/২০২৫, ধারা: ৩০২ পেনাল কোড)। ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। র্যাব-১ সূত্রে জানা যায়, অদ্য ২৮ অক্টোবর ভোরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে পলাতক আসামি উত্তম চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নগদ ৩২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।